মন মন মন
           আমার ভুলো মন  
যত বেশী, পড়ি মনে পড়ে যখন,
সবার সামনে বলতে গেলে
                       ভুলে যাই তখন ।
কি মন? মনে থাকে না
এমন মন যেন আর কারোর হয় না ।
মন একটাই, মন কে কর বড়
যদি না মনে পড়ে, ভালো করে পড় ।
কত পড়া, কত লেখা, কি করে মনে রাখি?
মনে পড়বে তখন আমার,
           পড়ার সময় যদি আমি শান্ত থাকি ।


ঠিক আছে, মন দিয়ে শুনবো
                         মন দিয়ে পড়বো ।
যদি না মনে পড়ে, সেই কথাই ভাববো ।
এত লিখি, এত পড়ি, বুঝি সারাক্ষণ
তবুও যেন ঠিক থাকে না, আমার      এই মন।
      মন মন মন
                  আমার-ই ভুলো মন ।।  



                          --  শম্ভুনাথ মন্ডল