হেঁটে চলেছি আমি অতীতের পথে স্মৃতিরা যেথায় ডাকে,
তোমার পথ গিয়াছে চলিয়া নব ঊষা পানে যেথা স্বপ্ন জাগে।
আজি নিশি ভোরে মাতিছে তব আঙিনা প্রণয় গীতে,
আমারও প্রাণে ধ্বনিতে ধ্বনিতে লাগে সেই সুর শেলসম আসি বিঁধে।।


ঘিরিয়া তোমার ডাগর আঁখি কে জন দেয়গো কাজল মাখি,
কার সনে চোখাচোখি?।
সেই যে প্রথম দেখিয়া তোমায় হৃদয় দেয়ালে আঁকিয়াছি হায়,
সেই ছবি আজও দেখি।।


আজ আসিলে সহসা ভিজিয়া বর্ষা কে দেয়গো আনি কদম ফুল,
মোর মনও মন্দিরে দেবীর বেদিতে সাঁজাতে তোমারে'কো হয়না ভুল।
ওগো আজি দেখো কাহার সনে মেঘের খেলায় যবে জেগে উঠে চাঁদ তারা,
আমার নয়নে তোমার ওই হাসি উঠেগো জাগি চাঁদেরে ত্রাসি নিভায়ে সব তারা।।


মেঘে মেঘ লাগি আগুন গোলক ছড়ালে চারিপাশ,
ডরায়ে ডরায়ে কারে লও জড়ায়ে নিরব শান্তির আশ।
আমি আজও দেখিয়া আষাঢ় মেঘের ছবি ওই দূর গগনে,
ডরিবে তুমি এই ভেবে আজও লুকায়ে রাখিগো তোমারে ভালোবাসার টানে।।


১৫-১১-২০১৬