সহিতে পারিবনা ফের হৃদয়ের মাঝে জ্বলন বিরহ জ্বালা,
রয়েছি তাই অজানা গোপনে এই বিধুর বেলা।
সব রং মুছে রক্ত মাখে ভালোবাসা শেষপ্রান্তে,
চাহিনা শিহরণ রহিব অকোমল ঝরিব অজান্তে।।


সুরেলা সাধনে গানেরই ধুয়াতে নাহি ভরিল আজি প্রাণ,
সিক্ত ছোঁয়া আর ভাবনা কারো চাইনা অফুরান।
আমার পৃথিবী আঁধারে ঢাকি দিক শত ধিক্ সারাবেলা,
চাইনা খেলিতে প্রেম নামে বিষপানের এই খেলা।।


রয়েছে যেথা প্রেম সেথা চিরসুখ শুধু আলেয়া প্রসূত হেম,
যে সুতোয় বাঁধা যায়না কভূ আলয় আসর সে সুতোর নাম প্রেম।
যে প্রেম ওরে সুখের সাগর সে আসিবে নিজ হতে,
লুকোতে মর্মের দহন কভু যাবোনা তারে খুঁজিতে।।


যে মোরে পেয়ে হবে চির সুখি কেন ডাকিব তারে,
সে মোরে জানি লভিবে কোন কালে সারা দুনিয়া ঘুরে।
যে প্রেম শুধু শেখায় বাঁচা দেখায় আলোক ভূমি,
সে প্রেম করিবে আমারেই জয় তারে নাহি কভূ আমি।।


২৩-০১-২০১৬