আর কত জল ঝরালে বলো,
দু'চোখ ঘুমে শান্ত হবে।
কতটা প্রহর গুনলে বলো,
অতীত স্মৃতি মুছে যাবে।।


আমি ঝুম বৃষ্টিতে ভিজি,
তবু হৃদয় জমিন তপ্ত রয়।
বাতাসে কান্না উড়িয়ে দেই,
তবু ক্ষণে ক্ষণে হয় স্বপ্ন ক্ষয়।।


নির্ঘুম রাতে চেয়ে দেখি,
তারার মিটিমিটি জ্বলা-নেভা।
নির্মল জোছনায় ডুবে মাখি,
তবু রুক্ষই রয়ে আছি পেছনে ডাকে কেবা।।


দেখলে তোমায় আর কতক্ষণ,
সুপ্ত ছায়া আঁকা সেই পটে।
দেখা হবে তৃপ্ত প্রাণে,
ছুঁতে পাবো ভিড়ে তটে।।


আর কত পথ হাঁটলে বলো,
বৃত্তের বিন্দু পাবো খুঁজে।
কতটা দূরের পেলে তোমায়,
নীরব হবো চোখ বুজে।।


২১-০৪-২০১৭