আমি যে পথিক হৃদয়ের পথে
হাঁটিতেছি পথ, সুধায়োনা মোরে।
আসিয়াছি কোথা হতে যাব কতদূরে,
এ আমার পথ গিয়াছে চলিয়া,
মৃত্যুর দ্বারে জীবনের নব গান ধরিয়া।।


আমার এ পথ আমি চিনিয়াছি,
দুখের সাথে করিয়া সন্ধি।
আমার হৃদয়ের পথ প্রান্ত ঘরে,
রাখিয়াছি স্বর্ণ সুখ করিয়া বন্দী।।


আমি লভিয়াছি সত্যের সত্য জ্বালা,
এ আমার চির মহা পথে পথিক আমি নই একেলা।
সূর্য মঙ্গল উল্কা চাঁদ হেরে,
চলিতেছি সাম্যের গান ধরে,
এই পৃথিবীর রাজপথে।।


মহাজগৎ তার সূচনা কাল হতে,
ক্ষুধার জ্বালায় শিশু মরে আঁচলে ঢাকি মুখ কাঁদে মা।
আমি সহিতে পরিনা এই তাই সমতা চাই,
পৃথিবীর বুকে যেন না চলে অবিচার অন্যায় আমি যোদ্ধা তাই।।


আমি চাহিনা দেখিতে সেবক না হয়ে,
শোষকের হাতে সিংহদ্বারের চাবি।
তাই প্রলয় নৃত্যে নেচে যাই ধরি ইস্রাফিলের সুর,
বিপ্লব করি যুগে যুগে আমি করিতে ব্যথা দূর।।


আমি আলোক জ্যোতি ঝলকানি সব,
নিভাতে চাই আঁধার করে থামাতে রোল কলরব।
আমি গানের পাখিরে মুক্ত করি চির সীমাহীন অম্বরে,
স্লোগানে স্লোগানে রাজপথে চলি তারুণ্য পুঁজি করে।।


আমি এযুগের নই শত যুগে শত রূপে,
দেশে দেশে স্থানে স্থানে আসিয়াছি শত নামে।
আমি রক্তে মিছিল রঞ্জিত করি মানবতার তরে,
ছায়াপথ হতে রাজপথে আমি দেব মুক্তি নয়ত হইব শান্ত মরে।।


০৩-১১-২০১৬