আমি প্রভাত বিদ্বেষী,
প্রভাতে প্রাণেরা জাগে কোলাহলে।
তারচেয়ে বরং রাতই ভালো,
শব্দহীন নিরব যেখানে প্রাণের কোন সাড়া নেই।।


আমি চাঁদের আলো চাইনা,
বড় মায়া ছড়ায় জোছনায় জোছনায়।
তারচেয়ে বরং নিকষ আঁধার অমাবস্যা ভালো,
এখানে কষ্টগুলো ছুটি পায় ঘুড়ির মত উড়ে বেড়ায়।।


বসন্ত আমার ভালো লাগেনা,
বড্ড ঝাঁজালো সুভাষ ছড়ায় আঙিনায় আঙিনায়।
বরং মেঘে ঢাকা আষাঢ়ই ভালো,
ভারি গম্ভীর ভয় জাগায় হৃদয়ের গহীনে।।


আমি গানের সুর আর ছন্দকে ঠাঁই দেইনা মনে,
এরা ভালোবাসার স্বপ্ন দেখায়।
এর থেকে ভালো এলোমেলো বর্ণের অমিল গদ্য,
এখানে হৃদয়ের অনুভূতি অস্পষ্ট; ভাবের মিল নেই।।


পবনের ছোঁয়ায় ছলছল ঢেউ ভরা নদী আদৌও প্রিয় নয় আমার,
তারচেয়ে বরং মরে যাওয়া নদীর বুকের পথ ধরে হাঁটতে মন চায়।
যেখানে হাসি আছে প্রেমের গন্ধ আছে সে পৃথিবী আমার নয়,
ভালোবাসি তীব্র সংঘাতময় যুদ্ধ যেখানে জীবনের গতি থেমে যায়।।


০৭-১২-২০১৬