শুধুই একটু ক্ষতচিহ্ন,
না, না, বৃহৎ রক্তাক্ত হৃৎপিন্ড ,
ধ্যাত, আপেল কাটতে গেলো কেটে,
মিথ্যের আড়ালে লুকানো সত্য।


অস্রুসিক্ত দুচোখ টলমল,
কই নাতো, বালি পড়লো বুঝি
ওরা আমায়  কেনো মেয়ে বলে?
একাকীত্বের ক্রন্দন, না থেমে না থাকার জিদ?


চারিদিকে শোরগোল, শব্দবোমার ঝনঝন,
কি বলো, ও মিছিল, জোয়ানের উল্লাস,
না, না, সামাজিক থাকার নাট্যৎসব,
ধ্যাত, ও কিছুনা , সবাই ঘোষক, সব জীবিত।


এরি মাঝে বেঁচে আছে স্বপ্ন
দুচোখ জুড়ে প্রতিক্ষার পালা
প্রকৃতির নিয়মের খেলায় হামলা
ণিস্তব্দতা দিবে প্রশান্তির ডালা।।।