স্বাধীনতার কান্না
                                 - পান্না হক


"চুপ! "ঠিক হয়ে যাবে।" "স্বাভাবিক"।
ওরা হামলা করবে,
ওরা তোমায় মারবে,
ওরা বদনাম করবে,
ওরা ঘৃণাও জানাবে।
আরে জেনে রেখো ওরা পুরুষ, ওরাই আমাদের কর্তা।।


কিন্ত এ দুচোখ শুধু স্বাধীনতার ভুমিটিকে দেখে
এ দুকান শুধু মুক্তির ধ্বনী শোনে
এ মুখে শুধু উচ্চারিত হয় সুনাগরিক হওয়ার কথা ।


"বেশী বেড়েছিস? আমাদের চিনিস? মরদেহ পড়ে থাকবে।"
ওরা আমার বন্ধু, আমার আত্নীয়, আমার বিপ্লবের সাথী
আজ ওদের হাতেই আমি লান্ছিত, বারবার লুন্ঠিত,
ওদেরই নারী মুক্তির , নারী অধিকার -আন্দোলনের সিঁড়ি,
বলেছি , " থামো!" আর নয় এখেলা, আজ আমি বলবো তোরা কি করছিস আর কেনো করছিস?
হা হা হা. একটা ভিডিও ক্লিপ দেখ. ভাইরাল হয়ে যাবে যে।


ভেবেছি, কেঁদেছি, কথা বলেছি, লিখেছি, গালাগালি, মারামারিও করেছি, কোনো এক ভোরবেলায়
প্রকৃতি যেনো আমায় সর্বচ্চো ডিগ্রীর সাহস দিলো
বাচো না হয় মরো ধুকে ধুকে হয়ে ভবঘুরে।


"মাংস খাবে?"  নপংসুক পুরুষরা আমার?
খাও।বনিময়ে আমি কি খাব জানো?
তোমার সত্তা , মগজ, সময়, তোমার দেশের মানচিত্র,
"ভাত দে হারামজাদারা"  আমি সেই দলের একজন,
ভাত হজম করতে দেবোনা এ শুধু যেনো।।"