অনেকটা সময়ের ব্যাপ্তি নিয়ে তার এই জীবন,
    কর্মের ও নীতির সুদৃঢ় প্রকাশ,
  তবুও সে অবহেলিত এখন,
  বেঁচে থাকার নেই কোনো অবকাশ।


  নিরবে শুয়ে অস্থির আগ্রহে
  আকাশের দিকে তাকিয়ে দিন গুণা-
   আর পৃথ্বীর সব মায়া অনিমেষে
  তাকে যেন করে নিয়তই অবমাননা।


  একসময়ের বর্ণাঢ্য যৌবন-
  শেষে অপরিসীম ত্যাগের ইতিহাস
  তবুও আজ একেলা বিকেলে অঝোর শ্রাবণ-
  নিজেকে নিয়ে করে সে হা হুতাশ!


   মানবজীবনের কর্তব্য-দায়িত্ব বিস্তর-
  সব ভালোভাবেই করেছে সে পালন;
  এখন মৃত্যুর ডাকে জীবনধ্বনি করে মর্মর-
  তবুও তাকে করেনা কেউ মূল্যায়ন!
  
একসময় কতই না উপকারে এসেছে;
   একে ওকে সাহায্য করেছে অর্থে-বিদ্যায়-বুদ্ধিতে-
  আজ সে-ই কি না কোণঠাসা হয়ে বসে আছে;
  ওল্ড হোমের এক ছোট বেঞ্চিতে?


আজীবন নিজের সাধ-আনন্দ-স্বপ্ন ভুলে
  সন্তানদের জন্য করলো যে এত শ্রম
  সেই সন্তানরাই তাকে রেখেছে একা ফেলে;
যেনো নিজেদের জীবনে ঝামেলাটা হয় কম।


  বৃদ্ধ আজ ভোরে স্বপ্ন দেখে-কেউ খুঁড়ছে তারই কবর,
আতকে উঠে;তবে কি মৃত্যুর দূত আসছে নিয়ে মরণ?
  জীবনধ্বনি করে তার মর্মর-
  বেঁচে থাকতে করেনি কেউ তার মূল্যায়ন।