অপরাধীকে ক্ষমা করা যায়
   কিন্তু অপরাধকে নয়,
ক্ষমা করা মহত্যের লক্ষণ
   আসে সত্যের জয় ।
কিন্তু কখনোও দেখি ক্ষমা করলেও
      সীমালঙ্ঘন হয় ।
যখনই দেখি অপরাধ আর অপরাধ
     সন্ত্রাসীদের কালোহাত,
রক্তস্রোতের মহাউম্মাদ
     গর্জে ওঠে দুর্বল হৃদয়
ভয়ানক বর্জপাত ।
     বহুদিনের কষ্টে লালিত
যত অন্যায় অবিচার
     বুকের মধ্যে জমা,
সহসায় মন ঝলসে ওঠে
          অপরাধীকে করিতে
পারিনা ক্ষম ।