রাজা গেল শিকার ধরতে
       গভীর বনে,
হঠাৎ একটি পাখির
     ডাক শোনে ।
সেই পাখি শিকার করে
রাজা নিয়ে গেল ধরে,
         বন্দি করে রাখল তারে
সোনার খাচায় ভোরে ।
    বন্দি খাচায় পাখির টিকেনা
            মন-
সুধু ছটপট করে চিৎকার করে
         সারাক্ষণ ।
প্রজারা ঢোল বাজায়
         আনন্দে ধুম ধুম,
ঐ মায়াবী চোখে
        পাখির নাই ঘুম ।
পাখি দুঃখ পেয়ে
        বলে মনে মনে,
সেই দুঃখের কথা
    প্রজারা উকি মেরে শোনে।
পাখি বলে.........
আমি বনে ছিলাম স্বাধীনভাবে,
       জানতাম না
এই নিষ্ঠুর রাজা
      আমায় খুজে পাবে ।