অস্থিরতায় ভর করেছে --
ভীষণ ভীষণ!
যেন কূল হারা ঢেউ,


জীবন নদীর উত্তাল পাতাল
ভীষণ ভীষণ!
যেন যুদ্ধে হেরে সর্বহারা কেউ।


ক্ষণে ক্ষণে মনের প্রলাপ
রচে যায় সংলাপ
আপন আপন রঙে,


মাতাল হয়ে স্মৃতির ঘোরে
ভীষণ পীড়ন!
কার্য হরে অধৈর্য্য জঙ্গে।


অতীত ভবিষ্যত জীবনের পটভূমি
চরণে চরণে কাঁটার ছাপে রক্তবমি
দিশেহারা পথিকের চোখে জীবন বিষ
মরে গিয়ে ভাই মুক্তি খুঁজিস!
বয়স যখন মাত্র বিশ!