গরু মাঠ খায় চায় তরু দাঁড়িয়ে
ভীঘণ গরমে চরম শরমে চুলকায়
চুলকান যায়না হাত তবু বাড়িয়ে.....
চালহীন মাথা ভারী বর্ষায় ভরা
তাই বুঝি প্রেমে পড়েনি পাশের বাসার অন্তরা...

লোডশেডিং এর ভীষণ অসহ্যতা
ডার্লিং এর বার্নিং অগ্রাহ্যতার
নরম নরম গালি আর
মিষ্টি মিষ্টি কিস
মনের মাঝে জমে গেছে মন পোড়াবার বিষ...

নোংরা সভ্যতায় নোংরামিতে ছেয়ে গেছে খুব
মস্তিষ্কটাও নোংরা ভীষণ মিশন ভালো না..!!
আমি অসভ্য তাই আমি ছন্নছাড়া
তাই বুঝি প্রেমে পড়ে নি অন্তরা...!!