< এইটা নিছক কৌতুক করার জন্য লিখা।আশা করি এটা পড়ে কেও মনে কষ্ট নিবেন না…প্লিজ>


এই আসরের হাড়-কপাটি
খুলব,সবে শোন,
না বুঝিলেও জিজ্ঞাসাতে
বলব পুনঃ পুনঃ!


প্রত্যহ সকাল বেলাতেই
আসেন ' অরুন' ভাই,
ভাবের কিছু কথায় আসর
মুগ্ধ করাই চাই!


'রাসেল ভাই' আর 'মিমি' দিদির
করব কি আর বন্দনা,
'সরল' কথায় গভীর বাক্য
যুক্ত-মুক্ত ব্যান্জ্ঞনা!


' অধীর কুমার'ব্যাস্ত থাকেন
রবি ঠাকুর ভাবনায়,
কত সুন্দর গল্প-কবি
প্রমাণ মেলে কবিতায়!


'সাইদুর'ভাই সদাই আসেন
নির্মল কিছু কথা নিয়ে,
'মহারাজ','নীল' এসেই বলেন
আমার পাতায় দেখো গিয়ে!


'স্বপ্ন'দাদা রাতের বেলায়
আসেন দিনের সত্য নিয়ে,
' আজাদ'ভাই লিমেরিক গায়
অল্পকথার বান দিয়ে!


'পেরেরা'ভাই কবিতা নিয়ে
ভাবনায় থাকে পড়ে,
কেমন করে,কোন ছন্দে
আজ কবিতা গড়ে!


'বুবাই'ভাইয়ের লেখা পড়ে
বোবাই হতে হয়,
'নাইবা গেল জানা'-র আজো
মিলেনি পরিচয়!


'মুস্তাফা'ভাই প্রেমের সায়রী
গেয়ে যায় রোজ রোজ,
' আদর'ক'দিন কবিতা লিখে
হঠাৎ হলো নিখোজ!


'হুমায়ূন'ভাই কঠিনভাবে
করেন লেখার সমালোচন,
'পরমার্থ','ভিক্টর' আর ' অর্বাচীন'
লেখে না এখন!


'সৌভনিক'ভাই গভীর কথা
বলতে ভালোবাসেন,
'শান্ত','শেলি','চন্দ্রশেখর'
রাতের বেলাই আসেন!


'সফদার ডাক্তার'-তার
মাথায় টাক নাই,
ভালো লাগে 'জাহেদ'ভাইয়ের
প্রিয় বলাটাই!


'সালমান','মনির','হাসান পুলক'
মাঝে মাঝে আসে,
'পাটোয়ারী'ভাই কবিতা পড়েই
সুখের ধারায় ভাসে!


'সুমন'ভাইয়ের নামটা আজো
বাংলায় কেন লিখেন না!
'সোহেল','হেলাল','পাঠক' ভাইয়া
আমায় যেন ভুলনা!


'রফিক'ভাই,'সকাল','খান'
' আবির','মুরাদ','তারেক'ভাই,
'সন্দীপন' আর 'সন্দীপ' নিয়ে
মাঝে মাঝে প্যাঁচ লাগাই!


' আরিফ'ভাই আর 'পুশীলাল'
আসেন প্রতিদিন,
'রেজওয়ান' আসে মাঝে মাঝে
'সিতু'হলো বিলীন!


' ইমন','মুনীর','সুশীল রায়'-
খুবই ভালো লিখেন,
'প্রামানিক','কাজী' নতুন তাই
প্রতিদিন লিখে যান!


'মুজিব'ভাই খুবই কম আসেন
'কুচেঅভা' ও মাঝে মাঝে,
'বিমূর্ত অনুক্ষন' প্রতিদিন
আসেন নতুন সাজে!


' অহনা'দিদি কহনা আমায়
আর কি লিখি বন্দনা,
মন্তব্য জানি করবে সবাই
ভালোই লিখেছ মন্দ না!


মাফ করো ভাই সবার তরে
হলো না করা বন্দন,
এটা কিন্তু কবিতা,ছড়া
গদ্য,পদ্য,ছন্দও না!


মাফ করো ভাই লেখায় অনেক
হয়েছে হেরফের,
ঠিক হয়ে যাবে আশা করি ভাই
সময় রয়েছে ঢের!


হেউচ্চার ছাও,কাউয়্যার ঠ্যাং
লিখে রাখি সারাক্ষণ,
তাই বুঝি মোর নাম দিয়েছি
'পৌষের কোকিল(মন)'!
=====<মন>=====