হতাশ হইলাম সকলে মোরা
দেশ হলো না রক্ষে,
বুঝেছি এখন কি হলো ঐ
মিটিং রুমে বসেবসে!


এই মাংশাসী প্রাণী-
নাম নেতা-নেত্রী,
এরা মিলিয়া দেশটারে খাবে
করেছে তারই ফন্দী!


একে একে ঐ পশুরা সকলে
চড়িল কতো না গাড়িতে,
পিছনে পিছনে ঐ চামচাড় দল
হাপাইছে ঘুড়ে ঘুড়ে!


সকলে চলিয়া গেল
রহিলাম আমরা ক'জন,
দেখিলাম মিটিং রুমের
দেশরক্ষার ঢং!


ভাবিতে ভাবিতে এই কথা যবে-
চোখ ফেটে এল জল!
তখন শুনি মোর মাতা মোরে
ডাকিছে-বাছা ঘরে চল!


কাঁদিয়া কাঁদিয়া কি লাভ হইবে-
চোখের জল ঝরায়ে?
ওরাও তো মোর সন্তান সবে-
রয়েছে মোর বুক জুড়ায়ে!


আমার এ বুক খুবলে খাবে-
কতোদিন আর কতোদিন?
একদিন ঠিকই বুঝবে বাছা
আসিবে সেই শুভদিন!


ভাবিলাম-সত্যি মাগো,জন্মভূমি আমার
তোমার তুলনা না হয়,
তোমার উদারতা দেখে মনে কয়-
নিজেরে করি কোরবান,তব লাগি-
নিজেরে দেই বলি করে!আজি-
তাই সপেছি মোর দেহ প্রাণ!
মা,মা গো,জন্মভূমি আমার-
মরিলে এ বাছারে মাগো
ঠাই দিও বুকে তোমার,
এ বাছা কেঁদে কয়!


প্রাণ গেলে যাবে,
তবুও দেব না তব মান!
দেব না হতে অপমান!
চল-ভাই সকলে মিলে
আজকে করি এ পণ,
দেশ মাতারে করিব রক্ষা
যতোক্ষণ এ দেহে আছে প্রাণ!
..…..…..…।চলবে।
=====<মন>=====