ভাইরাস
মঈন তাজ


জীবদেহে ঢুকে গিয়ে ধীরে ধীরে করে নাশ,
নাম তার ভাইরাস।
কিম্ভুতকিমাকার বহুরূপ বদলায়,
নয় সেতো অতিকায়!
বয়ে আনে অনিষ্ঠ সে যে এক অনুজীব,
করে তোলে উদগ্রীব।
নিমিষেই মানুষকে করে তোলে হতবাক
রাখেনা সে রাখঢাক।
দেহে দেহে বিচরণ ঢের বেশি ক্ষতিকর,
নাই তার বাড়ি ঘর।
ভীতিকর ক্ষতিকর গায়েবীয় কারবার,
মহামারী রূপ তার।
তোলপাড় করে তুলে ভয়ে কাঁপে সব লোক,
কেঁপে কেঁপে গিলে ঢোক।
কখনো সে বয়ে আনে মরণের ফরমান,
করিনা তা অনুমান।
কত রূপে দুনিয়াতে কত দেহে বসবাস?
ভেবে করি হাসফাঁস।
মহামারী ভাইরাস নাই কারো জানাশোনা,
নাম সে তার করোনা।


যশোর
০৪/০৪/২১