উর্বরা ভুমি
মঈন তাজ

সোনালী ধান হাওয়ায় দুলে
মৌমাছি গায় ফুলে ফুলে
কোকিল করে গান
সবুজ মাঠে ধানের ক্ষেতে
কৃষক ভাইয়া কাজে মেতে
ফলায় সোনার ধান।

সবুজ শ্যামল আমার এ দেশ
রূপের তাহার নেইকো যে শেষ
দেখলে জুড়ায় প্রাণ
নবান্নের ঐ আয়োজনে
দোলা লাগে সবার মনে
নতুন ধানের ঘ্রাণ।

বাদলা দিনে মেঘলা আকাশ
সূর্য দেখার নেই অবকাশ
আকাশ জুড়ে মেঘ
ঈশান কোনে ঝড়ের আভাস
এলোমেলো বইছে বাতাস
উঠছে বায়ুর বেগ।

পাল তুলে যায় নায়ের মাঝি
কোন সুদূরে যাবে আজি
অনেক তাড়া তার
নৌকা যে তার উজান গাঙ্গে
লড়াই করে ঢেউ যে ভাঙ্গে
মানছে নাতো হার।

ফল ফসলের সোনার ভুমি
দেখবে যদি এসো তুমি
আমার সোনার দেশ
উর্বরা এই তীর্থ ভুমি
আউলিয়ারা আছেন ঘুমি
রূপে গুনে বেশ।

যশোর
২৪/১১/১৯