পক্ষীরাজের দেশে
মঈন তাজ

আয় কে যাবি আমার সাথে
পক্ষীরাজের দেশে,
পক্ষীরাজের পাখায় বসে
ঘুরবো ভেসে ভেসে।

উড়ে উড়ে ঘুরে ঘুরে
দেখবো কত কিছু,
নীল পরীদের দেশে যাবো
আয়না আমার পিছু।

পক্ষীরাজের পিঠে চড়ে
যাবো চাঁদের দেশে,
গল্প কবে চাঁদের বুড়ী
ফোকলা দাঁতে হেসে।

পক্ষীরাজের দেশে গেলে
কত্ত মজা হবে,
কল্পকথার গল্প গুলো
দেখবো এবার সবে।

ফুল পরীরা কেমন করে
ঘুরে ফুলের দেশে,
দেখবো ওরা কেমন করে
সাজে রঙিন বেশে।

বাংগাবাড়ী
০৩/০৯/২০