পিশাচ হাসি
মঈন তাজ

চলছে গুলি ফুটছে বোমা
মরছে মানুষ অবিরত,
কাঁদছে মানুষ হাসছে মানুষ
বুকে নিয়ে যুদ্ধ ক্ষত।

ধ্বংস নীড়ে পথের ধারে
করছে মানুষ আহাজারি,
শয়তানিরা তাদের উপর
করছে আবার ডিক্রীজারি।

নেইকো রসদ আহার বিহার
মরছে মানুষ তিলেতিলে,
পাষণ্ডরা করছে সারা
বিশ্বটাকে খাচ্ছে গিলে।

লাশের পরে লাশের সারি
ফুটছে বোমা হাসপাতালে,
নৃশংসতার এমন দশা
কে দেখেছে অতীতকালে?

অশান্ত আজ বিশ্ব ভূমি
শয়তানিদের আগ্রাসনে,
রাশি রাশি পিশাচ হাসি
রক্তমাখা সিংহাসনে।

ঢাকা
২৬/১১/২৩