নেতা তুমি হিতৈষী হও
মঈন তাজ


কোথায় তোদের বুলেট বোমা
কোথায় তোদের মারন কল
কোথায় তোদের ক্ষেপণাস্ত্র
কোথায় তোদের দম্ভ বল?


ঘরের কোণে থাকিস কেনো?
ঘৃণ্য তোরা যুদ্ধবাজ
তোদের জন্যই মহামারি
অতিষ্ঠ এই বিশ্ব আজ।


সমরাস্ত্রের ঝনঝনানি
শূন্য দেখি স্বাস্থ্য খাত
ঘৃণ্য তোদের চেতনা তাই
করোনা'তেই কুপোকাত।


ধ্বংস লিলায় মত্ত হয়ে
মাতিস কেনো উল্লাসে?
জঘন্য এই কর্ম দেখে
আসমানে দেখ্ রব হাসে।


ধরবে যখন গলা চিপে
উপায় কি আর থাকবেরে
মানুষ মারার এই হাতিয়ার
যত্নে কে আর রাখবেরে!


নেতা তুমি হিতৈষী হও
মানবতার কল্যাণে
অস্ত্র গড়ার অর্থ গুলো
দাও বিলিয়ে সব খানে।


হাত রাঙিয়ে লাভ কি হবে
মানবতার লাল খুনে
তার চে বরং যায়না সবাই
শান্তি সুখের বীজ বুনে।


যশোর
২৮/০৪/২০