ছোট হলেও কর্ম করি
মঈন তাজ


ছোট হলেও কর্ম করি
তাতেই আছে সুখ
নিজের পায়ে চলতে পারি
উজল থাকে মুখ।


বুক উঁচিয়ে বলতে পারি
কর্ম করে খাই
আপন কাজে মনের মাঝে
লাজের কিছু নাই।


কর্ম করি আপন মনে
শান্তি খুঁজি তাতে
কাজের মাঝে শান্তি আছে
থাকি কাজের সাথে।


কাজ না করে যে জন ঘুরে
বেকার বলে তারে
অলস হলে জীবন পথে
সে জন বেশি হারে।


এসো সবাই কর্ম করে
জীবন করি সুখী
সত্যি বলি কর্ম ছাড়া
জীবন হবে দুখী।


যশোর
১০/০৩/২০