চিন্তার ভাঁজ
মঈন তাজ


সকাল হলেই সন্ধ্যা যে হয়
সন্ধ্যা হলেই ভোর
এমনি করেই জীবন বেলা
যাচ্ছে কেটে মোর।


আগের মতন সকাল হলেই
দেইনা কাজে দৌড়
আগের মতন মনের মাঝে
পায়না তেমন জোর।


লকডাউনে বন্ধ শহর
বন্ধ বাজার ঘাট
জনশূন্য ব্যস্ত শহর
যেনো খাঁখাঁ মাঠ।


কৃষক শ্রমিক মুটেমজুর
নেইকো তাদের কাজ
কপাল জুড়ে এখন সবার
শুধু চিন্তার ভাঁজ।


চিন্তা বিষে খাচ্ছে কুরে
ভাঙছে মনের জোর
পাপ পুণ্যের কথা ভেবে
যাচ্ছে জীবন মোর।


মৃত্যু এখন নাকের ডগায়
হচ্ছে ঘনঘোর
বিশ্ব এখন কাঁপছে ভয়ে
ও করোনা তোর।


যশোর
০৯/০৪/২০