বিমান দেখা
মঈন তাজ


উঠছে বিমান নামছে বিমান পাচ্ছি দেখে মজা,
ছেলে বুড়ো সবাই মিলে খাচ্ছে মুড়ি ভাজা।
নানান রঙ্গের উড়ছে বিমান রোমাঞ্চকর দৃশ্য,
উন্নততর হচ্ছে মানুষ সুপার মডার্ন বিশ্ব।
হই হুল্লোড় করছে সবাই কচিকাচার দলে,
ফুরুত করে পূব আকাশে যাচ্ছে বিমান চলে।
দূর আকাশে তাকিয়ে দেখি আসছে বিমান ধেয়ে,
কেউ বা আবার সেলফি তুলে যুগল বন্দী হয়ে।
বিমান দেখে নানান জনের নানান কৌতুহল,
কেমন করে আকাশ জুড়ে চলছে আজব কল।
উপর থেকে নামছে বিমান বিশাল দানব দেহ,
গগন ফাটা গর্জনে তার ভয় পাচ্ছে কেহ।
পাখির মত ডানা মেলে যাচ্ছে বিমান উড়ে,
হাজার হাজার মাইল পেরিয়ে যাচ্ছে বহু দূরে।
বিশ্ব এখন হাতের মুঠোয় নয়তো কোথাও দূর,
দিক দিগন্ত যাচ্ছে ভেসে যাচ্ছে অচিন পুর।
ডাঙ্গায় চলে কলের গাড়ি জাহাজ চলে জলে,
আকাশ দিয়ে উড়োজাহাজ যাচ্ছে পাখা মেলে।
রকেট সকেট যুদ্ধ বিমান কত রকম জাত,
যখন খুশি যাচ্ছে উড়ে নেইতো দিবস রাত।
এক মূহুর্তে এদেশ থেকে ওদেশ চলে যায়,
তন্ত্র মন্ত্র নয়তো কিছুই বাস্তবতা তাই।
গ্রহ থেকে গ্রহান্তরে দিচ্ছে মানুষ পাড়ি।
চাঁদের দেশ আর মঙ্গল গ্রহে করছে মানুষ বাড়ি।


ঢাকা
০৪/০৪/১৯