বয়স
মঈন তাজ


সময় যাচ্ছে বয়ে
বয়স যাচ্ছে ক্ষয়ে।
চুল যাচ্ছে পড়ে
দাঁত যাচ্ছে নড়ে।
স্মরণ থাকে নারে
কথা বলি ধীরে।
চুল দাঁড়ি সব সাদা
হাত পা কাঁপে সদা।
দেহতে নাই বল
কঠিন চলাচল।
বসে থাকি একা
পায়না কারো দেখা।
অসুখ ধরে ঘিরে
যেতে হবে মরে।
মরন খুবই কাছে
নাকের ডগায় নাচে।
চোখে দেখি কম
বন্ধ হবে দম।
বন্ধ হলে আঁখি
পালাবে প্রাণ পাখি।
সব হবে নিঃশেষ
ভবের খেলা শেষ।


ঢাকা
১৭/০৪/১৯