আসে অমানিশা
মঈন তাজ


হাজি গাজী মোল্লা কাজী,
সবাই যখন হচ্ছে পাজি,
তখন কি আর করা?
তাইতো বুঝি উপর ওয়ালা,
দিচ্ছে এসব বিপদ বালা,
অস্থির হলো ধরা।

নৈতিকতার নেইতো বালাই,
ইমাম বলে পালায় পালায়,
আপন ঈমান বাঁচা,
মোল্লা পুরুত ঘরে বসে,
তাবলা বাজায় শয়তান এসে,
বলছি কথা হাঁচা।

পথের মাঝে পথ হারিয়ে,
ভ্রান্ত পথিক হাত বাড়িয়ে,
পায়না পথের দিশা।
বিজলি বাতির এতো আলো,
যায়না তবু আাঁধার কালো,
আসে অমানিশা।

না যায় যদি মনের কালো,
আসবেনাকেো কভু আলো,
বিজলি বাতি জ্বেলে।
দূর করে তাই মনের কলুষ,
হতে হবে খাঁটি মানুষ,
কদর্যতা ফেলে।

যশোর
২৪/০৭/২১