এদেশের গাই গান
মঈন তাজ

ছায়াঘেরা মায়াভরা সুশীতল এই দেশ,
প্রাণে প্রাণে ভালোবাসা বিভেদের নেই লেশ।
মিলেমিশে থাকি সবে নেই কোনো ভেদাভেদ,
এক জাতি এক ভাষা কারো প্রতি নেই খেদ।

একসাথে হেসে খেলে করি সবে মাতামাতি,
সুখে দুখে সকলেই হেথা সবে সমব্যাথী।
নেই কোনো অহমিকা ধনী কিবা ধনহীন,
কুশলাদি বিনিময়ে হেসে খেলে যায় দিন।

বিপদে আপদে থাকি সকলেই পাশাপাশি
স্নেহ মায়া ভালোবাসা বুকে আছে রাশিরাশি।
ছিঁড়ে ফেলি নিমিষেই বিভেদের বেড়াজাল,
এই ভাবে কেটে  যায় আমাদের বহুকাল।

খেলা করে ষড়ঋতু বদলায় জলবায়ু,
মনোহর পরিবেশ মানুষের বাড়ে আয়ু।
তরতাজা ফলমূল মজাদার কত স্বাদ,
বহু শ্রমে চাষি ভাই করে সব চাষাবাদ।

এই মাটি এই জল সুশোভিত ফুল ফল,
নদীনালা খাল বিল দেখে বাড়ে মনোবল।
উঁচুনিচু বনভূমি সাগরের কলতান,
প্রাণ ভরে আমি তাই এদেশের গাই গান।

যশোর
২০/০১/২১