ভালো যদি বাসো তবে
রূপ কেন খোঁজো,
অপরূপ মন দিয়ে
অরূপকে বোঝো!
অন্ধ যে দেখেনি সে
পৃথিবীর রূপ,
মাটি ছুঁয়ে অনুভবে
খোঁজে অপরূপ!
রূপে ভরা যৌবন
সময়ের দাস,
অন্তরে আজীবন
রূপ করে বাস!