পৃথিবী আমাকে চায় না
তাই তো সে সাড়া দেয় না!
সাধ যে বড়ো রেখে যাব আমি
নিজের নামেতে ঠিকানা!
যে পথে চলতে চাই
দিশা যে খুঁজে না পাই,
হারানো পথেই হারিয়ে আবার
দিশেহারা হয়ে যাই!
বহুদূর হতে আশার কিরণ
কখনও দেয় যে দেখা,
কাছে গিয়ে দেখি ভুল সবই ভুল
আসলে সে মরীচিকা!
কান পাতি তবু বাতাসের গায়
এই বুঝি ডাক আসে,
দু'হাত বাড়িয়ে বলবে পৃথিবী
আছি আমি তোর পাশে!
দিন কেটে যায় মাস চলে যায়
ঘুরে যে আসে বছর,
আপন ঘরেতে আপনের সাথে
তবু আমি যেন পর!
আরশিতে চোখে চোখটি রেখে
নিজে আমি কতো অচেনা,
অবাঞ্ছিত এই আমাকে
হয়তো পৃথিবী চায় না!