কতবার ভেবেছি......ঢের হয়েছে,
চুলোয় যাক সবকিছু,
এই আমি চললাম!
সমস্ত  পিছুটান উপেক্ষা করে
দ্রুত পায়ে এগিয়ে গেছি চৌকাঠ পর্যন্ত,
পা রাখতে যাব.............সেই অমোঘ টান!
পেছন ফিরে তাকিয়েই সব দিকে
কোণায় কোণায একবার চোখ বুলিয়ে নেওয়া
সব ঠিক আছে তো!
যেটার যেখানে থাকার কথা,গোছানো পরিপাটি,
হ্যাঁ ঠিকই আছে, সমস্যা হওয়ার তো কথা নয়
তবে আর কেন!
তবু অভিমানী দু'চোখে এ কীসের প্রত্যাশা
কই এখনো তো এলো না!
ওই তো,ওই তো আসছে,আসতেই হবে!
সব কিছু আবার আগের মতো.
শান্ত শীতল ছায়াঘন প্রত্যাশিত সেই পুরোনো ছবি!

কতবার ভেবেছি.......নির্বাক দর্শকরূপে
কর্তব্য করে যাব শুধু!
দেখেও দেখব না,শুনেও শুনব না,জেনেও জানব না,
এই তো চাই আমি...........তবে কেন
কথায় বাড়তে চায় কথা,
রাগ পেতে চায় অনুরাগের ছোঁয়া,
অভাব বোধ হয় মান অভিমান,অকারণ কলহের?
মন কেন উচাটন বেলাশেষের একান্ত আলাপনের জন্যে!
কেন জড়িয়ে থাকতে চাই
লেপ চাদরে জড়িয়ে থাকা বারোমাসের নিয়মে?

কতবার ভেবেছি..........পারিনি!