দিবানিশি মন উদাসি
হারিয়েছে আজ ঠোঁটের হাসি!
ভেজা চিন্তা বৃষ্টি নামায়
অসময়ে আজ ধুঁকছে সময়!
বৈঠা বিনে ভাঙা নৌকা
অথৈ জলে ভাসছে একা!
আঁচড় কাটে নীল বেদনা
রঙগুলো আজ যায় না চেনা!
ধরেছে ভাঙন খেলাঘরে
বেদনার ঐ বালুচরে!
তীর বেঁধা ঐ শূন্য বুকে
নীড় ভাঙা এক পাখি ডাকে!