শেষ যেদিন তাকিয়েছিলি সেই চেনা কায়দায়
ভীষণ অচেনা লেগেছিলো তোকে,
চেনা অক্ষরে পড়তে পারিনি চোখের ভাষা!
তোর চোখের তারায় আমার আবছা প্রতিচ্ছবি
হৃদয়ের গভীরে শূন্যতার অনুভূতি,
বুঝলাম ঝড় আসন্ন -
প্রাণপনে দুহাতে আগলে ধরতে চেয়েছিলাম প্রদীপের শিখা!
দাপুটে ঝড় এসেছিলো এরপর
শেষ রক্ষা হয় নি আর......