আ্মি শূন্য,নই অনন্য
আমার স্পর্শে জীবন কারও
হয় না তো ধন্য,আমি নগণ্য!
কেঊ চেনে না আমায়,কেঊ জানে না আমায়
আমায় নিয়ে কেঊ ভাবে না এক মুহূর্তের জন্য!
ওদের চোখে ফালতু আমি, আস্তাকুঁড়ে জঞ্জাল
জানতে চায় না কেঊ কখনো আমার পরশু আজ কাল!
তবুও তো মানুষ আমি নাইবা হলাম দামি,
আর কেঊ না জানুক সেতো জানেন অন্তর্যামী!
আমারও তো হৃদয় আছে,আছে ভাঙা মন
আমার চোখেও জল আছে জীবন কাঁদায় যখন!
বাঁচতে চাই আমিও তো মানুষেরই মতো
দিক না জীবন শত আঘাত,যতই গভীর ক্ষত!
ধরণী যখন উদার হতে করে না কার্পণ্য
তবে কেন কোথাও কিছুই নেই আমার জন্য?