মনে পড়ে স্বর্ণালী সেই সাঁঝবেলা?
জীবন জুড়ে রঙিন আবেশ
খুশির হাওয়ায় মন মাতাল...
সাধ করে বলেছিলে -
একটা কবিতা লিখো আমার জন্য!
পারিনি....পারিনি তোমায় শব্দের বাঁধনে বাঁধতে
পারিনি তোমায় কথার ভূষণে সাজাতে,
বডো় অভিমান করেছিলে তুমি!


বেলা বয়ে গেছে
সময় হারিয়েছে....
লুকিয়েছে জোছনা আঁধারের গায়!


ভালোবাসার নদী আজও বয়ে চলে নিরবধি,
কান পাতলে শোনা যায়...
পাড় ভাঙার শব্দ!


আজ তুমি ভাবনায়
অনুভবে চেতনায়...
আনমনা একাকিত্বে স্বপ্নমায়ার কল্পনায়!
শূন্য পাতায় আনমনে আঁচড় কাটে কলম
পাতায় পাতায় ফুটে ওঠে শুধু তোমারই প্রতিচ্ছবি!
আজ আমার কলম...
শুধুই তোমার কথা বলে,
ক্লান্ত ভেজা চোখ খুঁজে ফেরে স্বর্ণালী সন্ধ্যা....!