ভাবনারা বলে এসে -
শব্দ,তোরা তৈরী তো?
সময় মোটে নেই যে হাতে
থেমে থাকার নেই তো জো!
রাতভর মনটাকে ডেকে হলাম সারা,
মন যদিও সায় দিয়েছে
কাজ হবে না তোদের ছাড়া!
বহুদিন অন্ধকারে ছিলাম আমরা ঢেকে
পণ করেছি আঁধার ঠেলে
ছুটব আলোর দিকে!
মনের দুয়ার খুলে প্রকাশ
হবো সবার মাঝে,
কোনোভাবে এসে যাই
যদি ভালো কাজে!
নে!নে! উঠে পড়,আর দেরী সয় না
কাগজ আর কলমটাকেও
সঙ্গে নিতে ভুলিস না!
তোদের বিশেষ বন্ধুরা তো
বিশেষ স্থানে থাকে,
চলার পথে ডেকে নেব অভিধানটাকে!
মন যে আবার সেই থেকে
অপেক্ষায় পথ চেয়ে,
কোন সাজেতে সাজাব তোদের
ভাবছে তাই নিয়ে!


অবশেষে সবাই ওরা
উপস্থিত মনের কাছে,
মুক্তির ওই চাবিকাঠি
মনের কাছেই রাখা আছে!
দক্ষ মনের শিল্পকলায়
ঘটল শেষে ভাবনার প্রকাশ,
জন্ম নিল কবিতারা
বাতাসেতে খুশীর সুবাস!