চিলেকোঠা কোণ অচেনা শ্রাবন
প্রশ্নের বেড়াজালে উচাটন মন!


স্মৃতি থেকে তুলে আনা
না মেলা হিসেব,
হৃদয় গহীনে জমা
মুঠো আক্ষেপ!
অসময় অকারণ
আধো ভেজা আনমন,
না বলা,না বলা থাক
বলা যে বারণ!


হিসেবটা তবু মেলে
কখনও বা গোঁজামিলে,
কখনও বা হাঁসফাঁস
জীবনের পাতা জালে!
বোঝে না অবাধ্য মন
কী যে খোঁজে অকারণ,
জানি না চায় কী সে যে
ভেবে মরি আমরণ!