সেদিনের সেই ঝডে়্
ভেঙেছিল নীড্,
হারিযে়ছে সুর পাখি
কন্ঠ যে স্থির!
দিশেহারা হযে় সেতো
খুঁজে ফেরে ঘর,
সুদিন বিরূপ তাই
সব আজ পর!
গাইতো সেদিন সেতো
চেনা সুরে গান,
ছিল কতো তার তরে
নিবেদিত প্রাণ!
নীড়ভাঙা ঝডে় আজ
সুরহারা পাখি,
জগৎ অচেনা বডো়
বৃথা ডাকাডাকি!
অকাল শ্রাবণে বুঝি
সব ভেসে যায়,
'শুকোবে ক্লান্ত চোখ
আড়াল সে চায়!



(অবাঞ্ছিত টাইপিং এররে দুঃখিত)