ভেবেছি তো কতবার
থাকতো যদি ডানা,
উড়তে পেতাম যেথায় সেথায়
থাকুক হাজার মানা!


আজ তো আছে ইচ্ছে ডানা
কোথাও কোনো নেই তো মানা,
খড়কুটো মন আগের মতোন
উড়তে যে আর চায় না!


ভেবেছি তো কতবার
হতাম যদি ফুল,
মন ভরাতাম রূপ সুবাসে
ভাঙত কতো ভুল!


ফুল হতে আজ মনের আমার
বড্ড লাগে ভয়,
অচেনা এ জগত যে আর
ফুলের জন্য নয়!