হতে পারে আপন দেশে
ধোঁয়া ধুলো মাছি,
দেশের মাটি ছুঁয়ে তবু
প্রাণটা ভরে বাঁচি!
হতে পারে দেশটি আমার
দুঃখ দৈন্যে ভরা,
তবুও সুখের হাজার কারণ
দেশ যে মনোহরা!
বাবার স্নেহ মায়ের আঁচল
কোথায় পরবাসে,
বন্ধু স্বজন আপন যারা
কেউ নেই যে পাশে!


ডাকছে আমায় দেশের আকাশ
ডাকছে দেশের মাটি,
বলছে এ মন থাক পড়ে সব
দাওনা আমায় ছুটি!
ফিরব কবে মাটির টানে
নিত্য ভাবি আমি,
জগত সভায় শ্রেষ্ঠ আসনে
আমার জন্মভূমি!