জগতের আলো মাগো
তোমার জন্যে দেখা,
তোমার কাছে সেইতো প্রথম
আধো বুলি শেখা!
তোমার হাতটি ধরেই প্রথম
পায়ে পায়ে পথ চলা,
তুমিই প্রথম বন্ধু প্রথম
তোমার সাথেই খেলা!
তোমার হাতে হাতটি রেখে
শিক্ষা আমার শুরু,
তুমিই মাগো জীবনের
প্রথম শিক্ষা গুরু!
আগলেছ তুমি সদাই আমায়
স্নেহের আঁচলে জড়িয়ে,
তোমার মায়ার কোমল স্পর্শে
যন্ত্রণা যেত হারিয়ে!
আমার জন্যে কাটিয়েছ তুমি
কত বিনিদ্র রজনী,
সব কিছু ঢেলে দিয়েছ আমায়
নিজের কথা ভাবোনি!
ব্যথা ষদি পেতাম তোমার
হৃদয় হতো ব্যাকুল,
আমার জন্যে তোমার ত্যাগের
নেইতো একূল ওকূল!
তোমার যত শাসন বারণ
সেতো ভালোর জন্যেই,
রাগ করেছি তোমার 'পরে
জানি তার ক্ষমা নেই!


জননী তোমার তুলনাসম
নেই যে কিছুই জগতে,
পারব না যে কাউকে জীবনে
তোমার আসনে বসাতে!
মায়ের কাছে সন্তানের ঋণ
সেতো মাগো সীমানাহীন,
শত জন্মেও মিটবে নাযে
এক জনমের ঋণ!
আজকে যখন মা হিসেবে
কাটছে আমার দিন,
অনুভবে আজ সবটা তোমার
যা বুঝিনি এতদিন!