কথায় বলে,
আত্ম বিশ্বাসের ঘড়ায় শূন্যতা -
তোমার প্রতি বিশ্বাসের আধারে পূর্ণতা!


ছুঁতে চাইলে তোমায়
না,মন্দির মসজিদ বা গীর্জায় নয়,
অন্তর ছুঁয়ে যে অনুভব -
সেখানে শুধুই তুমি!


যখন যেখানে যেভাবে -
মন প্রাণ হৃদয় জুড়ে
অনুভবে বিরাজ তুমি!


প্রশ্নের বাণে জর্জরিত দিশেহারা আমি -
খুঁজে ফিরি উত্তর হৃদয় গহীনে,
সে যেন তোমারই কাছে!


তুমি উপলব্ধিময় তুমি অনুভূতিময়,
আত্মায় একাত্ম তুমি...!


প্রচলিত শূন্য ও পূর্ণের হিসেব -
আজও মেলেনি আমার...!