আকাশ ছুঁতে চাইলে তুমি
আমার চাওয়া মাটি,
মাঝখানেতে তোমার আমার
জগত পরিপাটি!
হারিয়ে যেতে দেখলে তোমায়
আঁকড়ে ধরি আমি,
তলিয়ে যেতে দেখলে আমায়
টেনে তোলো তুমি!
আকাশ ছুঁয়ে থাকলে দু'জন
হারিয়ে যাওয়ার ভয়,
মাটি ছুঁয়ে থাকলে জীবন
কঠিন বড়ো হয়!
তোমার আকাশ জুড়ে আমার
অবাধ বিচরণ,
আমার মাটি ছুঁয়ে শান্ত
তোমার ক্লান্ত মন!
বেহিসেবী হিসেবটা ঠিক
মেলে গোঁজামিলে,
দিনের শেষে ভালোবাসা
ফেরায় অন্ত্যমিলে!
আকাশটা তাই তোমায় ডাকে
আমায় ডাকে মাটি,
মাঝখানেতে তোমার আমার
জগত পরিপাটি!