ভালোবেসে ভালোবাসি তোমায়
আবেশে জড়াতে চাই না,
মায়াবী কথায় মায়ার জালে
বাঁধতে তো আমি জানি না!
শুধু তুমি প্রিয় শুধুই তুমি
তুমি ছাড়া কিছু বুঝি না,
এমন কথায় মনকে তোমার
ভোলাতে যে আমি চাই না!
আবেগ জোয়ারে ভাসিয়ে জীবন
নিজেরে যাব যে ভুলে,
অন্ধ আবেশে চাইনা হারাতে
তোমায় পাব বলে!
তোমার আমার জীবন বৃত্তে
আমিও যে প্রিয় সত্যি,
নিজেরেও আমি করি সম্মান
মিথ্যে যে নয় রত্তি!
প্রয়োজনমতো বলব আমিও
হবো না যে শুধু শ্রোতা,
বিবেকের সাথে চেতনাকে ছুঁয়ে
হবো যে সমর্পিতা!