জীবন তো এক রত্তি
মরণ শুধু সত্যি,
জীবন মরণ খেলায় তবু
জীবন তো এক প্রাপ্তি!


পাওয়ার হিসেব চাইনা মেলাতে
পারি যদি কিছু দিতে,
মানব তবু ধন্য জীবন
সার্থক আসা জগতে!


চাইনা শুধুই ভোগের জীবন
ত্যাগেও মেলে শান্তি,
এসেছি জগতে পাব বলে কিছু
সে এক মহা ভ্রান্তি!


অন্তরে যত শক্তি আমার
আসুক দশের কাজে,
বাঁচব শুধু নিজের তরে
এমনটা চাই না যে!


কীযে পেলাম কতটা পেলাম
যায় আসে না তাতে,
যাওয়ার বেলায় সেই তো আবার
যেতে হবে খালি হাতে!