শূন্য হাতে কে গো তুমি
দাঁড়ালে আমার দ্বারে?
আমিও যে ওগো ভিখারিনী সম
কী যে দেব তোমারে!


শূন্য হাতে যে দেবনা ফিরিয়ে
দেব যে দুহাত ভরে,
ভালোবাসা আছে হৃদয়ের মাঝে
সামলে রেখেছি তারে!
কুড়িয়েছি ফুল গেঁথেছি মালা
আশার প্রদীপে সাজিয়েছি ডালা!
বেঁধেছি কন্ঠ সাম্যের গানে,
স্বপ্ন এঁকেছি কাজল নয়নে!
মলিনতা গ্লানি ধুয়েছে এ মন,
সুন্দর খোঁজে সবুজ এ প্রাণ!
শান্তির বাণী ধ্বনিছে সদাই
জীবনের গানে গানে,
এর বেশী কিছু নেই যে আমার
দেব যে তোমায় দানে!


আমিও যে ওগো ভিখারিনী সম
দেব কী যে তোমারে,
ভালোবাসা মোড়া আছে এ জীবন
নেবে কি এ আমারে?