ডাকছে ভোরের পাখি
বলে আয় আয়,
সময় যে বড়ো কম
বেলা বয়ে যায়!
বলছে শিখবি আয়
বাঁচতে নতুন করে,
যত আছে শূন্যতা
সব যাবে ভরে!
আকাশের নীলে আজ
মেলে দিবি ব্যথা,
সবুজের বুক ছাড়া
সুখ পাবি কোথা!
ফুল অলি প্রজাপতি
বাতাসের গায়,
চিঠি লেখে তোর নামে
বলে আয় আয়!
শোনাব আজকে তোকে
জীবনের গান,
হয়তো বা সেই গানে
ফিরে পাবি প্রাণ!
বিবর্ণ পাতা যত
ভরে নিবি রঙে,
প্রকৃতি যে তোর তরে
আজ রঙচঙে!
আয় না দুজনে আজ
উড়ব যে সুখে,
আকাশ বাতাস আজ
শুধু তোকে ডাকে!