স্বপ্নগুলো ডানা মেলে
উডে়ই গেছে কবে,
হারিযেছে আজ দূর অজানায়
ডেকে কী আর হবে!
শিকল ছেঁড়া মুক্ত পাখি
আর কি ফিরে চায়,
যেতে যেতে একলা পথে
ব্যথাই রেখে যায়!
স্বপ্ন দিযে় স্বপ্নটারে
যতই বাঁধি কষে,
হিসেব যদি ভুল হযে় যায়
থাকে না সেতো পাশে!
ভাঙা গড়ার খেলায় জীবন
তবুও স্বপ্নময়,
নোনা জলে বিজন কোণে
স্বপ্ন বেঁচে রয়!
কখনও জীবন স্বপ্ন রঙিন
কখনও স্বপ্নহারা,
কান্না হাসির লুকোচুরি
সাক্ষ্ঈ চোখের তারা!


(কিছু অবাঞ্ছিত টাইপিং এররের জন্য দুঃখিত...
য়,ড় -তে এ-কার,ক্ষ-তে ঈ-কার যোগে সমস্যা হচ্ছে)