জ্ঞান হওয়ার পর থেকে
কাদের যেন বলতে শুনি,
"মেয়েরা পরের ধন"...এর অর্থ
আজও বোঝেনি মন!
ওই যে দুজন...
না বোঝে স্বার্থ,না বোঝে শর্ত
জীবনভর...নিঃস্বার্থ!
দুনিয়া তো শুধু হাসতে জানে
জীবন হাসায় যখন,
কাঁদে শুধু ওই দুটি প্রাণ...বোঝে যখন
কাঁদছে তাদের নাড়ী-ছেঁড়া ধন!
এ বন্ধন...চিরন্তন!
মন-প্রাণ শুধু জানে,
আমি যে তাদেরই ধন...আমরণ!