না,দু'বেলা দু'মুঠো অন্নের অভাব
কোনোদিনই ছিল না আমার!
পছন্দসই খাদ্যসম্ভারে উদরপূর্তির পরিতৃপ্তিতে
বরাবরই অভ্যস্ত আমি!


তবু,আমি ভালো নেই...!


শীত গ্রীষ্ম কিংবা বর্ষা
নিরাপদ ঠিকানায় পেলব শয্যায়
সুখস্বপ্ন দেখেছি....অনেকবার!
এ যেন এক অভ্যেস!


তবু,আমি ভালো নেই....!


একের পরিবর্তে একইসঙ্গে অন্তত দশ -
মনের মতো পোশাক পছন্দ করে নেওয়া,
বরাবরের অভ্যেস আমার!


তবু,আমি ভালো নেই....!


সাচ্ছন্দ্য সচ্ছলতা
অত্যন্ত পরিচিত শব্দ!
বিপরীত শব্দ....জানা হয়নি এখনও
হয়তো বা রয়ে যাবে অজানা!


তবু,আমি ভালো নেই!


কারা কোথায় কীভাবে কতটা ভালো নেই...
ভাবার অতো সময় নেই!
অবকাশে ভাবতে পারি বেশ,


আমি ভালো নেই....তবু আমি ভালো নেই....!



(আমি...কোনো ব্যক্তি বিশেষ নয়!
আমরা অনেকেই আছি যারা সুখের সাম্রাজ্যে বিরাজ করেও শুধু খুঁজে বেড়াই কতটা দুঃখ আছে জীবনে!
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সীমাহীন দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে!
তাদের তুলনায় আমরা যে কতটা ভালো আছি সেটা একবারও ভেবে দেখি না বা দেখার প্রয়োজনও মনে করি না!)