হাজার তারার ভিড়ে একটি সে তারা,
মনমরা সাঁঝের আকাশে
ঝলমলে হৃদয় হরা!
বলছে আমায় যেন,ওগো পথহারা
চিনতে পারো কি আমায়?
আমি সেই তারা,
স্বর্ণালী সাঁঝের বেলাতে
মনকে যে দিয়েছিল নাড়া!
আজও আছে সাঁঝবেলা
আছে তারাদের মেলা!
তুমি আছো আমি আছি
আজও সেই একই,
মাঝখানে কিছু যেন দিয়ে গেছে ফাঁকি!


হারিয়ে যেতে যেতে হলে দিশেহারা,
জেনো তুমি আকাশেতে আছে সেই তারা!
চিনে নিও একা পথে পথের সাথীকে,
হয়তো বা নবরূপে জানবে নিজেকে...!