মনমরা ঘুমহারা কোনো এক রাতে
শব্দেরা ভিড় করে আসে ভাবনাতে!
অভিমানী ছন্দেরা হারিয়েছে কোথা
দিশাহীন কথাদের মনে বড়ো ব্যথা!
জানিনা তো ছন্দেরা ফিরবে কি আর
ভেবে তাই কবিতার মুখ হলো ভার!


ছুটে গিয়ে চোখ রাখি তারাদের চোখে
জোছনা ছড়িয়ে চাঁদ যেন মোরে ডাকে!
খুঁজে ফিরি চেনা সুর ঝিঁঝিঁদের গানে
রাত যেন কতো কী যে বলে যায় কানে!
জোনাকীরা আলো জ্বেলে সেই থেকে দ্বারে
মেঘের ভেলায় চেপে ছন্দেরা ফেরে!
হারানো ছন্দে ফিরে শব্দেরা খুশী
অবশেষে কবিতার মুখে ফোটে হাসি!